শ্যামনগরে তরমুজ চাষে বাম্পার ফলন, রমজানের কারণে চাহিদা কম

আশিকুজ্জামান লিমন, শ্যামনগর :

শ্যামনগরে তরমুজ চাষে বাম্পার ফলন রমজানের কারণে চাহিদা কম ৷ এবছর উপজেলার কৈখালী, ঈশ্বরীপুর, কাশিমাড়ি, শ্যামনগরে প্রতি হেক্টরে ৩৫ মেট্রিক টন তরমুজ লক্ষ্যমাত্রা ফলন হয়েছে ৷ জমিগোজী, বিগটপ: ড্রাগন, পাকিজা, বিগবস, ফিল্ড মাষ্টার, ওয়াল্ড কুইন, লালতীর, টপইল্ড সহ বিভিন্ন প্রজাতির তরমুজ ফলন হয়েছে। কৃষি অধিদপ্তরের তথ্যমতে এবছর ১৫২ হেক্টর জমিতে আবাদ চাষ হয় ৷ তবে বৃষ্টি না হওয়ার ফলে অনেক চাষিরাও ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে ৷

শৈলখালী গ্রামের মৃত খয়রাত আলী শেখের ছেলে আব্দুর রহমান জানান, তিনি ১ একর জমিতে তরমুজ চাষ করেন ৷ বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ১ একর জমিতে ৭৫ হাজার টাকা খরচ করেন ৷ কিন্তু বৃষ্টি না হওয়ার ফলে ৭০% তরমুজ নষ্ট হয়ে গেছে ৷ তার ১ একর জমিতে প্রায় ৩ লাখ টাকা বিক্রি করার কথা থাকলেও বর্তমানে ১ একর জমিতে ৩০ হাজার টাকাও বিক্রি করতে পারছে না ৷ অন্যদিকে রমজানের কারণে চাহিদা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা ৷

উপ-সহকারী কৃষি অফিসার আলী হাসান বলেন, কৈখালীতে এবার তরমুজে ব্যপক ফলন হয়েছে ৷ আমরা সর্বদা চাষীদের পাশে থেকে দেখাশুনা সহ পরামর্শ দিয়েছি ৷

উপজেলা কৃষি অফিসার এনামুল হক বলেন, উপজেলার বেশ সংখ্যক তরমুজ চাষীদের সরকারি ভাবে সার ও বীজ বাবদ আর্থিক সহযোগীতা করা হয়েছিল ৷

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)