আনুলিয়ায় জরাজীর্ণ বেড়ী বাঁধে স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের জরাজীর্ণ বেড়ী বাঁধ সংস্কার কাজ স্বেচ্ছাশ্রমে এগিয়ে চলেছে। দীর্ঘদিন যাবৎ ইউনিয়নের নায়াখালী থেকে কাকবাসিয়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার না করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়ে আসছিল। নায়াখালীতে ৪০০ মিটার ও কাকবাসিয়াতে ১৫০ মিটার বেড়ীবাঁধ জরুরি ভিত্তিতে কাজের অনুমোদন হয়েছে।

কিন্তু কাকবাসিয়া ও নায়াখালীর ৭ স্থানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অমাবস্যা-পুর্ণিমা তিথিতে নদীর পানি বৃদ্ধি পেলে কিংবা জলোচ্ছ¡াসের সৃষ্টি হলে যেকোন সময় বাঁধ উপচে ও ভেঙ্গে দুর্ঘটনা ঘটতে পারে। বাধ্য হয়ে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন ও সাংবাদিক তোষিকে কাইফু লোকজন নিয়ে বাঁধে মাটি দিয়ে জোয়ারের পানি না ঢুকতে পারে সেজন্য গতকাল বুধবার থেকে কাজ করিয়ে যাচ্ছেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)