গাজায় ত্রাণ বিতরণের সময় হামলা, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ বিরতরণকারী দলের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২৭জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গতকাল মঙ্গলবার মধ্য গাজার আল নুসিরাত শরণার্থী শিবিরে এ হামলা হয়। এতে তিনতলা একটি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে। ভবনের ধ্বংস্তুপের নিচ থেকে বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে।

গত পাঁচ মাস ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ অবস্থায় গাজা পৃথিবীর বৃহত্তম গণকবরে পরিণত হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। যুদ্ধের আগে গাজা সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার ছিল বলেও জানান তিনি।

জোসেপ বোরেল বলেন, ‘ইসরায়েল দুর্ভিক্ষকে উসকে দিচ্ছে। তারা অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। শত শত ত্রাণের ট্রাক গাজায় ঢোকার অপেক্ষায় রয়েছে। এটা গ্রহণযোগ্য নয়। অন্যান্য সংঘাতের তুলনায় গাজায় শিশুরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার। এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই।’

এদিকে ইসরায়েলে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে যাচ্ছে কানাডা। কানাডার এ উদ্যেগের নিন্দা জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ। তিনি বলেন, ইতিহাস কানাডার এই পদক্ষেপের কঠোর বিচার করবে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গাজা ইস্যু নিয়ে আলোচনা করতে আজ বুধবার মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এটি হবে তাঁর ষষ্ঠ সফর।

এবারের সফরেও বরাবরের মতোই ব্লিঙ্কেনের লক্ষ্য থাকবে উভয় পক্ষের মধ্যে সমঝোতার একটি বিন্দু খুঁজে বের করা। একই সঙ্গে যুদ্ধ বন্ধের পর গাজার সম্ভাব্য প্রশাসক কারা হবে, তা নিয়ে আলোচনা করা। পাশাপাশি রিয়াদের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের স্বাভাবিকীকরণও তাঁর অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচিত হবে।

তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার যে সফরসূচি প্রকাশ করেছেন, সেখানে ব্লিঙ্কেনের ইসরায়েল সফরের কোনো সূচি নেই। যদিও শেষ মুহূর্তে সফরসূচি বদলের ইতিহাস আছে ব্লিঙ্কেনের।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)