কেশবপুর শেকড়ের সন্ধানের আলোচনা সভা অনুষ্ঠিত

কেশবপুর প্রতিনিধি:
কেশবপুরে শেকড়ের সন্ধানের উদ্যোগে “সুশীলসমাজ গঠনে করণীয় ও আর্তমানবতার কল্যাণে আমাদের ভূমিকা” শীর্ষক সাহিত্য আসরে সাহিত্য আসর, মোড়ক উন্মোচন ও আলোচনা সভা গতকাল বিকালে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর পি টি এফ মিলনায়তনে আলোক চিত্র শিল্পী মুফতি তাহেরুজ্জামান তাছু‘র সভাপতিত্বে শেকড়ের সন্ধানে’র প্রতিষ্ঠাতা শেখ মিজানুর রহমান মায়ার স ালনায় প্রধান অতথির বক্তব্য রাখেন সাংবাদিক ওয়াজেদ খান ডবলু।

প্রধান বক্তার বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। আরো বক্তব্য রাখেন, কবি এ মএ কাসেম অমিয়, সাংবাদিক পরশে চন্দ্র দেবনাথ, কবি ও শিক্ষক আব্দুল কাদের, কবি ও সংগঠক মাসুদা বেগম বিউটি প্রমুখ। আবৃত্তি করেন, কবি ও সংগঠক বলাই দেবনাথ, কবি আব্দুস সালাম মুর্শেদী, শিক্ষক ও কবি উজ্জ্বল কুমার ঘোষ, কবি মণিরুজ্জামান, কবি অলিয়ার রহমান, কবি গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠান শেষে ওয়াজেদ খান ডবলুকে অহবায়ক ও শেখ মিজানুর রহমান মায়াকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট শেকড়ের সন্ধান সংগঠনের কমিটি গঠন করা হয়।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)