শ্যামনগরে পরিবেশবান্ধব উদ্যোক্তা তৈরিতে ব্যবসায়ীদের প্রশিক্ষণ 

শ্যামনগর প্রতিনিধি:
“সবুজ ব্যাবসায় গড়বো দেশ, অর্জিত হবে সুস্থ পরিবেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে কোডেক এর আয়োজনে পরিবেশ বান্ধব উদ্যোক্তা তৈরি করতে কোডেক-বিডফরসিজে প্রকেল্পের আওতায় পরিবেশবান্ধব ব্যবসায়ী নির্বাচনে প্রশিক্ষণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
কোডেক-বিডফরসিজে প্রকল্পের প্রকল্প ম্যানেজার মো: হাসিবুর রহমান এর সভাপতিত্বে
মঙ্গলবার ১৯শে ডিসেম্বর সকাল ১০ টায় বুড়িগোয়ালিনী, কলবাড়ি সিডিও অফিসের হল রুমে প্রশিক্ষণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
গ্রীন বিজনেস  অফিসার কৃষিবীদ সোহেল রানার  সঞ্চালনায় প্রোগ্রাম ডিরেক্টর (কোডেক) অর্চনা পাল, প্রকল্প অফিসার রাসেল আমিন, কোডেক-বিডফরসিজে প্রকল্প ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেন ও বিটিএস এর ফিল্ড অফিসার নাসরিন সুলতানা প্রশিক্ষণ ও পরামর্শ  প্রদান করেন।
মরিংগা, ট্রাইকো- কম্পোষ্ট, হস্ত শিল্প, কেওড়া আচার, মধু ব্যবসা, শুটকি মাছ, বাশ-বেতের পন্য, সূর্যমুখী তৈল ইত্যাদি ব্যবসায়ীদের সাথে  পরিবেশবান্ধব ব্যবসার প্রসার ও প্রচারনার বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। সর্বশেষে অর্চনা পাল উদ্যোক্তাদের পরিবেশবান্ধব ব্যবসার বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব ব্যবসার ভূমিকা  সম্পর্কে সংক্ষেপে আলোচনা শেষে সভার সমাপ্তি ঘোষনা করেন।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)