আচরণ বিধি লঙ্ঘনের দায়ে সাতক্ষীরায় ৩ এমপি প্রার্থীর শোকজ
নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাতক্ষীরায় তিন এমপি প্রার্থীকে শোকজ করা হয়েছে।
নির্বাচন অনুসন্ধান কমিটি কারণ দর্শানোর এ নোটিশ দেয়। নির্বাচনী এলাকা-১০৫ এর সাতক্ষীরা-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শহীদুল ইসলাম এবং নির্বাচনী এলাকা-১০৬ এর সাতক্ষীরা-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ বেল্লাল হোসেনের সই করা পৃথক পত্রে ৭ ও ৮ ডিসেম্বর এ নোটিশ দেওয়া হয়। রবিবার সকালে স্থানীয় গনমাধ্যমে বিষয়টি নিশ্চিত ভাবে জানানো হয়।শোকজ কৃত প্রার্থীর হলেন-সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ও সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক আসাদুজ্জামান বাবু। শোকেজের এই পরিপত্রে বলা হয়েছে ,গত ২৯ নভেম্বর ফিরোজ আহমেদ স্বপন নির্বাচন উপলক্ষে তালা উপজেলার শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভা করেন। নোটিশে শেখ মুজিবুর রহমানকে বলা হয়েছে ৬ ডিসেম্বর কলারোয়া উপজেলার চন্দনপুর, সোনাবাড়িয়া ও কেড়াগাছি ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভায় নির্বাচনী প্রচার করেন তিনি।অপর প্রার্থী সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আসাদুজ্জামান বাবুর পক্ষে ৬ ডিসেম্বর সদরের ভোমরা স্থলবন্দরের ৩৪টি শ্রমিক ইউনিয়নের আয়োজনে দোয়া ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। একই দিন সন্ধ্যায় ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শ্রীরামপুর বাজারে দোয়া ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭টায় সদরের আগরদাড়ি ইউনিয়নের আবাদের আটে একইভাবে দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসব সমাবেশে আসাদুজ্জামান বাবু প্রধান অতিথি হিসাবে দোয়া ও শান্তি সমাবেশের আড়ালে নির্বাচনী প্রচার চালিয়ে বক্তব্য দেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গনমাধ্যমে প্রচার হয়েছে। যাতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর ৬ (ঘ) ও ১২ নম্বর বিধি লঙ্ঘিত হয়েছে। এ কারনে পৃথক নোটিশে প্রার্থীদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে কারন দর্শন করতে বলা হয়েছে।
Please follow and like us: