তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ
তালা প্রতিনিধিঃ তালায় আয়বৃদ্ধিমূলক কাজের জন্য ১৪ জন কিশোরীর মাঝে ১৪টি সেলাই মেশিন এবং দুর্যোগ সহনশীল ফসল উৎপাদনের জন্য ২জন কৃষককে নগদ ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের বাস্তবায়নে এবং ইন্টারঅ্যাক্টের অর্থায়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন,তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। আরো উপস্থিত ছিলেন,খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন এবং অত্র প্রকল্পের ঢাকা অফিসের কর্মকর্তা জেমস লিটন হালদার, প্রোগ্রাম অফিসার বিউটি বিশ্বাস প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। এছাড়া একই সময় এফবিসিএস প্রোগ্রামের আওতায় ১১০ জন ছাত্র-ছাত্রীকে উপবৃত্তি ও শিক্ষাপোকরণ বিতরণ করা হয়।