শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসের সহকারী কাম হিসাব রক্ষককে অনিয়মের অভিযোগে লঘুদন্ড প্রদান

শ্যামনগর প্রতিনিধি:

শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসের সহকারী কাম হিসাব রক্ষককে অনিয়মের অভিযোগে লঘুদন্ড প্রদান করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত ৷ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গত ২৭ নভেম্বর ২০২৩ তারিখে ৩৮.০১.০০০০.৩০০.২৭.৫৬৯.২০২৩-৪৮৮ নং স্মারকের প্রজ্ঞাপন সূত্রে জানাগেছে যে, উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক প্রদীপ কুমার মন্ডলের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(গ) উপবিধি অনুযায়ী যথাক্রমে অসদাচরণ ও পলায়নের অভিযোগে ১২ অক্টোবর ২০২৩ তারিখে ৩য়শ্রেণী/বিমা/০৮/২৩/৪১৬, মোতাবেক বিভাগীয় মামলা রুজু পূর্বক অভিযোগনামা ও অভিযোগ বিবরণী প্রেরণ করে জবাব প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয় ৷ পরবর্তীতে গত ২৯ নভেম্বার ২০২৩ তারিখে লিখিত জবাব দাখিল করেন এবং ২০ নভেম্বর ২০২৩ তারিখে ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণ করেন ৷
তাঁর লিখিত জবাব, ব্যক্তিগত শুনানীতে প্রদত্ত বক্তব্য এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্রাদি পর্যালোচনায় তার বিরুদ্ধে আনীত অসদাচরণ ও পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সার্বিক বিবেচনায় তাকে বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ” লঘুদন্ড প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয় ৷ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধিমালা ৪ (২)(ঘ) অনুযায়ী “বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমতিকরণ” অর্থাৎ তার বর্তমান মূলবেতন ২৭৪৩০/-হতে ১৬০০০/-টাকায় অবনমিতকরণ দন্ড প্রদান করেন কর্তৃপক্ষ ৷ তার বেতন ১৬০০০/-টাকায় নির্ধারিত হবে এবং এই দন্ডাদেশ ১ জুলাই ২০২৪ থেকে কার্যকর হবে এবং পরবর্তী ২ বছর পর্যন্ত বলবৎ থাকবে। অবনমিতকরণ বেতন ভবিষ্যতে তিনি বকেয়া হিসেবে প্রাপ্য হবেন না। তৎসঙ্গে তার অনুপস্থিতকাল ২৩ জানুয়ারী ২০২৩ থেকে ২ আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত বিনাবেতনে অসাধারণ ছুটি মঞ্জুর করেন ৷

উপজেলা শিক্ষা অফিসার মো: শাহিনুর হোসেন বলেন, উপরের নির্দেশনা অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি ৷

প্রাথমিক জেলা শিক্ষা অফিসার হোসনে ইয়াসমি করিমী বিষয়টি নিশ্চিত করেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)