তালায় উৎসব মুখর পরিবেশে সৈয়দ দিদার বখত্ এর মনোনয়ন দাখিল

জহর হাসান সাগর:

সাতক্ষীরার তালায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে শত শত নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী ও জাতীয় পার্টির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য,সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্ মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার(৩০ শে নভেম্বার) বিকালে সাতক্ষীরা-১ আসনের সহকারী রিটানিং অফিসার ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের কাছে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন।

সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের শত শত নেতাকর্মীদের বহর নিয়ে মনোনয়ন পত্র দাখিল শেষে তালা উপশহরের এরশাদ চত্বরের নামক স্থানে পথ সভা ও তেঁতুলিয়া বাজার চত্বরের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মনোনয়ন দাখিল,পথসভা ও দোয়ানুষ্ঠানে জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী ও জাতীয় পার্টির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত্ এর সাথে ছিলেন, তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: মশিউর রহমান,তালা উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, জাপা নেতা বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল,মাষ্টার আব্দুল আজিজ, অব: সেনা কর্মকর্তা মো: জামাল উদ্দীন মোড়ল,এস.এম জাহাঙ্গীর হাসান, এ্যাড.জিল্লুর রহমান, শেখ জলিল আহমেদ,শেখ হাবিবুর রহমান,ডা: আবুল বাশার, মো: নুরুল ইসলাম মোল্লা,মো: নুরুল ইসলাম খোকা, প্রভাষক আবু বক্কর গাজী, অধ্যাপক আমজাদ হোসেন,মো: সিদ্দিকুর রহমান জোয়াদ্দার, মো: আজিজুর রহমান শেখ মো: আবুল কাশেম শেখ,মো: আব্দুল মজিদ গোলদার, মো: হাশেম আলী গাজী,যুব সংহতি নেতা এস.এম তকিম উদ্দীন,মো: আমিনুর রহমান শেখ,মো: লিটন হুসাইন,শেখ ইকবল হোসেন,কাজী আসাদ,আব্দুল মান্নান,ছাত্র সমাজ নেতা মো: নজরুল ইসলাম রাজু,মো: ইউনুচ আলী সরদার,এসএম হাসান আলী বাচ্চু,কাজী জীবন,মো: ফয়সাল হোসেনসহ তালা-কালারোয়া উপজেলার জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপি একাধিক কর্মসূচি পালন শেষে তেঁতুলিয়া শাহী জামে মসজিদের ইমাম মাওয়ালানা মো: হারুন অর রশিদ জাতীয় সংসদ সদস্য প্রার্থী সৈয়দ দিদার বখত্ এর জন্য দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)