আশাশুনিতে ৭ম শ্রেণীর সংখ্যালঘু ছাত্রী অপরহণ ৫ দিনেও ভিকটিম উদ্ধার হয়নি
রঘুনাথ খাঁ:
অপহরণের ৫ দিনেও উদ্ধার হয়নি সাতক্ষীরার আশাশুনি উপজেলার ডুমুরিয়া গ্রামের হিন্দু স¤প্রদায়ের সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রী পুজা রানী সরদার। এমনকি গত ২৪ মার্চ থানায় এজাহার দেওয়া হলেও তা মামলা রেকর্ড না করে সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করে দায়িত্ব পালন করেছে পুলিশ।
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামের রেখা রানী ঢালী জানান, ডুমুরপোতা গ্রামের হিমাদ্রী সরদারের মেয়ে পুজা রানী সরদার তার নাতনি হিসেবে তার বাড়িতে থেকে খাজরা ইউইনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়াশুনা করতো। স্কুলে যাওয়া আসার পথে পিরোজপুর গ্রামের হান্নান শেখের ছেলে ও রশিদ সরদারের নাতি নাজমুল শেখ তাকে নানাভাবে উত্যক্ত করতো। বিষয়টি জানতে পেরে নাজমুলের বাবা, মা ও নানাকে অবহিত করা হয়। এরপরও গত ২৩ মার্চ সকাল সাতটায় দেবব্রত স্যারের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সার্বজনীন কালিমন্দিরের সামনে থেকে নাজমুল ও চেউটিয়া গ্রামের আরিফুল সরদারের ছেলে মেহেদী হাসানসহ কয়েকজন মটর সাইকেলে করে জোরপূর্বক অপহরণ করে। এ ঘটনায় তিনি বাদি হয়ে পরদিন থানায় একটি এজাহার দাখিল করেন। পুলিশ বুধবার বিকেল ৫টা পর্যন্ত এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করেনি। এমনকি অপহরণকারিদের গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধারের চেষ্টা করেনি। ঘটনার তদন্তে থাকা উপপরিদর্শক নজিবুলাহার সঙ্গে এ ব্যাপারে জানতে চাইলে তিনি ভাল আচণে করছেন না। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এ ব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল হক জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করে ভিকটিম উদ্ধারের চেষ্টা চলছে। তবে যে কোন সময় এ ঘটনায় মামলা হতে পারে।