তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ

নিউজ ডেস্ক:

দেশে বর্তমানে ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে তাপমাত্রা। এই তীব্র তাপে এমনিতেই মানুষের প্রাণ ওষ্ঠাগত। তাপমাত্রা নাকি আরো বাড়বে। পূর্বাভাসে এমন দুঃসংবাদই দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তিনি আরো জানান, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৬-১২ কিলোমিটার। আগামী পাঁচদিনে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২১ ডিগ্রি সেলসিয়াস ও ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)