কলারোয়ায় বঙ্গবন্ধু মহিলা কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কামরুল হাসান:
উৎসবমুখর পরিবেশে কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু মহিলা কলেজের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। একইভাবে বরণ করা হয় অতিথিবৃন্দের। এই অনুষ্ঠানে কলেজের সদ্য অবসরপ্রাপ্ত ৩ গুণী শিক্ষকের বিদায় ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। তিনি কলেজে একটি বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের কথা বলেন। সেই সাথে কলেজের জন্য তিনি ১৫ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন। স্বাগত বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ মাহাবুবুর রহমান।
বঙ্গবন্ধু মহিলা কলেজের সভাপতি ও প্রতিষ্ঠাতা অধ্যাপক এমএ ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, অস্ট্রেলিয়া প্রবাসী সিডনি আওয়ামী লীগের সহ.সভাপতি আলতাফ হোসেন লাল্টু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা সন্তোষ কুমার পাল, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য গণপতি বিশ্বাস, আওয়ামী লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, শেখ আশিকুর রহমান মুন্না, হারুন-অর-রশিদ, সাইদুজ্জামান লাভলু, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলিসহ কলেজ শিক্ষকমণ্ডলী ও সুধিজন।
নবীনবরণ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম শাহিন।
Please follow and like us: