ঢাকায় আসবেন মেসি-নেইমার-এমবাপ্পেরা!

স্পোর্টস ডেস্ক:

১৯৭২ সালের ১৫ জুলাই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে প্রতিষ্ঠানটি ৫০ বছর অতিক্রম করেছে। দেশের অন্যতম প্রধান এই ক্রীড়া ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন গত বছর জানুয়ারিতে বলেছিলেন, বাফুফের ৫০ বছর পূর্তি তিনি স্মরণীয় করে রাখতে চান।

তবে করোনা পরবর্তী সময় ও বিশ্বকাপের বছর বলে বিদায়ী ২০২২ সালে সুবর্ণজয়ন্তী উপলক্ষে কিছুই আয়োজন করতে পারেনি বাফুফে। অবশ্য পরিকল্পনা থেকে সরে আসেনি প্রতিষ্ঠানটি। গত বছর না পারলেও বাফুফের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ বছর বড় কিছু আয়োজনের পরিকল্পনা করছে তারা।

এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা একটি বড় প্রীতি ম্যাচ আয়োজনের কথা চিন্তা করছি। আমাদের সভাপতি মহোদয়ও সেটা বলেছেন। সেটা হলো আর্জেন্টিনা দলকে আবার ঢাকায় আনার চেষ্টা করা। সঙ্গে আরেকটি ভালো দল। ব্রাজিলের বিষয়টিও মাথায় আছে সভাপতির। ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ ঢাকায় হলে তো দারুণ হবে।’

আরেকটি বিকল্প চিন্তাও আছে বাফুফের। বাফুফের সাধারণ সম্পাদক বলেছেন, ‘আমরা আরেকটি চিন্তাও করছি। ফরাসি ক্লাব পিএসজিকে আনতে চাই। সেই সঙ্গে ইউরোপের আরেকটি বড় ক্লাব। হতে পারে ইংলিশ লিগের ক্লাব লিভারপুল। তাহলে পিএসজির সঙ্গে আসবেন তিন তারকা মেসি, নেইমার ও এমবাপ্পে। লিভারপুলে আছেন মোহাম্মদ সালাহ।’

কোনো দেশ বা ক্লাবকে কি আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে? এমন প্রশ্নের জবাবে মো. আবু নাইম সোহাগ বলেন, ‘না। কারণ, যে ভেন্যুতে খেলা হবে সেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখনো প্রস্তুত নয়। আগে স্টেডিয়াম উপযুক্ত হোক, তারপর কোনো দেশ বা ক্লাবকে প্রস্তাব দেবো।’

আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য কবে নাগাদ প্রস্তুত হবে বঙ্গবন্ধু স্টেডিয়াম? কবেই বা এই ভেন্যুতে হবে আন্তর্জাতিক টুর্নামেন্ট। বাফুফে সাধারণ সম্পাদকের জবাব, ‘সেটা করতে অবশ্যই আরও সময়ের প্রয়োজন। কারণ গ্যালারিতে শেড, চেয়ার স্থাপন, ফ্লাড লাইটসহ শতভাগ প্রস্তুত না হলে তো এখানে আন্তর্জাতিক ম্যাচ হবে না।’

‘আমরা যদি কোন দেশ বা ক্লাবকে আমন্ত্রণ জানাই তাহলে তারা আগে ভেন্যু দেখতে আসবে। খুব সহসাই আমাদের সভাপতি দেখা করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির সঙ্গে। কারণ, আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে গেলে অনেক বিষয় আছে। ভেন্যু প্রস্তুত, অর্থকড়ি। এসব নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আমরা আলোচনায় বসতে যাচ্ছি।’

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)