সংসদের পাঁচ আসন শূন্য হয়ে গেছে: স্পিকার

অনলাইন ডেস্ক :

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিএনপির পাঁচজন সংসদ সদস্য সশরীরে উপস্থিত থাকায় তাদের পদত্যাগপত্র গ্রহণ করে আসনগুলো শূন্য ঘোষণা করা হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে সংসদ ভবনে স্পিকারের দফতরে যান বিএনপির সংসদ সদস্যরা। পরে তারা পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্পিকার।তিনি জানান, পদত্যাগপত্র গ্রহণের পর আসন শূন্য হয়ে গেছে।

স্পিকার বলেন, একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ৭ সংসদ সদস্য (এমপি)। এ বিষয়ে ‘তারা (বিএনপির এমপি) স্ব-স্ব স্বাক্ষরযুক্ত সাতজনের আবেদনপত্র জমা দিয়েছেন। পাঁচজন সশরীরে ছিলেন, তাদের আবেদন গ্রহণ করা হয়েছে। ‘সংবিধানের ৬৭(২) অনুযায়ী ওই আসনগুলো শূন্য হয়ে গেছে। বাকি দুইজনের আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে।

পদত্যাগপত্র গ্রহণ করে স্পিকার আরও বলেন, এরমধ্যে সংসদ সচিবালয় সাত্তার সাহেবের স্বাক্ষর মিলিয়ে দেখবেন এবং কথা বলবেন। সব ঠিক থাকলে তা গৃহীত হবে। তবে ই-মেইলে দেয়ায় এমপি হারুনের আবেদন গ্রহণ হবে না। তাকে পরে এসে জমা দিতে হবে।

পরবর্তী করণীয় জানিয়ে স্পিকার বলেন, আসন শূন্য হওয়ার গেজেট প্রকাশের পর তাদের কাছে পাঠানো হবে। সেই সঙ্গে পাঠানো হবে নির্বাচন কমিশনে। আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে। আসন শূন্যের বিষয়ে এখন গেজেট হবে। পরে সংসদ অধিবেশন যখন বসবে, সেখানেও জানানো হবে।

এর আগে শনিবার ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশে দাঁড়িয়ে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেয়ার পর স্পিকারের দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন দলটির সংসদ সদস্যরা।

যে দুজনের আবেদন এখনও গ্রহণ করা হয়নি তারা একজন অসুস্থ, অন্যজন রয়েছেন বিদেশে বলে জানা গেছে।

পদত্যাগপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত আসনের রুমিন ফারহানা। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ বিদেশে এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার অসুস্থ থাকায় সশরীরে পদত্যাগপত্র দেননি।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)