সাতক্ষীরাতে মনসা পূজা শুরু : আগামীকাল গুড় পুকুরের মেলার উদ্বোধন

নিজস্ব  প্রতিনিধি :

সর্প দেবী মনসা পূজার মধ্য দিয়ে সাতক্ষীরায় শুরু হলো প্রাচীন লোকজ সংস্কৃতিক উৎসব মনসা পূজা । তিন শ’ বছর আগে শুরু হওয়া ভাদ্র মাসের শেষ দিনের এই পূজা হয় শহরের পলাশপোলে গুড় পুকুর পাড়ে প্রাচীন বটবৃক্ষের নিচে। কিন্তু এবছর পূজা শুরুর দিন মেলা হচ্ছে না । মেলা শুরু হচ্ছে পূজার পরের দিন ১৮ সেপ্টেম্বর থেকে ।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে গুড় পুকুর বটতলায় মন্ত্র জপ , হুলু ধ্বনি, ঢাক ঢোল ও শঙ্খ ধ্বনির মধ্যে পূজিত হলেন সর্প দেবী মা মনসা। আজ সকাল থেকে দিন ব্যাপী চলছে বট তলায় মনসা পূজা।

হিন্দু ধর্মাবলম্বী শত শত নারী ও পুরুষ সদস্যরা দুধ কলা ও অন্যান্য উপচার নিয়ে মনসা পূজা দিচ্ছেন। এ সময় পুরোহিত তাপশ চক্রবর্তীর মন্ত্র জপের সাথে সাথে বেজে ওঠে ঢাক ঢোল কাঁসর।

উল্লেখ্য : আগামীকাল ১৮ সেপ্টেম্বর শহিদ আব্দুর রজ্জাক পার্কে জেলা প্রশাসন ও পৌরসভার ব্যবস্থাপনায় গুড় পুকুরের মেলার উদ্বোধন করা হবে । এই মেলা চলবে ১৫ দিন ব্যাপী।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)