কৈখালীতে রাস্তা নির্মাণে শুভঙ্করের ফাঁকি:  প্রকৌশলী ও চেয়ারম্যান নিষেধে বন্ধ নেই কাজ

আশিকুজ্জামান লিমন, শ্যামনগর:
শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী রাস্তা নির্মাণে শুভঙ্করের ফাঁকি, প্রকৌশলী ও চেয়ারম্যান নিষেধে বন্ধ নেই কাজ ৷ গত ২১ আগস্ট ২০২২ তারিখ সন্ধ্যা ৭ টার সময় ১৫টি ডাম্পারের দুর্বল রাবিস নিয়ে কৈখালীর শৈলখালী নতুন রাস্তা নির্মাণে ছড়াতে থাকে ঠিকাদার আব্দুর রাজ্জাক ৷

রাতে চুরি করে “খ” য়ের বদলে রাবিস দিয়ে অনিয়ম করায় সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের হস্তক্ষেপে বন্ধ হয় দুর্বল রাবিস দেওয়া ৷ গত ৪ থেকে ৫ বছর আগে ঠিকাদার প্রতিষ্ঠান নলতার আব্দুর রাজ্জাক শৈলখালী রাস্তাটি টেন্ডার গ্রহণ করেন ৷ বালু উত্তোলন, এজিংয়ে অনিয়ম শেষে ২১ আগষ্ট ২০২২ তারিখ সন্ধ্যায় ১৫ গাড়ি দূর্বল রাবিস রাস্তায় ছড়াতে থাকলে জনরোষানালে পড়ে ড্রাইভাররা ৷

২২ আগষ্ট ২০২২ তারিখে শ্যামনগর উপজেলা প্রশাসনের মাসিক মিটিংয়ের সুযোগে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মচারীরা কাজ করতে থাকে ৷
কোন অপশক্তির বলে চেয়ারম্যান ও প্রকৌশলীর নিষেধ অমান্য করে কি ভাবে কাজ করে? তবে কি তাদের কোন ইন্ধন রয়েছে এমন প্রশ্ন সচেতন মহল ৷

উপজেলা এলজিডি অফিসের প্রকৌশলী ফোন রিসিভ না করলেও সহকারী প্রকৌশলী বলেন, কাজ বন্ধ, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করবো ৷

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)