শ্যামনগর সরকারি মহসিন কলেজের চলমান কাজ পরিদর্শন করেন উপ-প্রকল্প পরিচালক 

অনাথ মণ্ডল, শ্যামনগর:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “সরকারি কলেজ সমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প ” এর আওতায় ভবন নির্মাণ বাস্তব অবস্থা সরেজমিনে পরিদর্শন এর লক্ষ্যে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ পরিদর্শন করেন সরকারি কলেজ সমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প এর উপ-প্রকল্প পরিচালক জেসমিন তাসলিমা বানু।
২১ মে শনিবার শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজ এর নির্মাণাধীন ৬ তলা ভবনের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এছাড়াও তিনি মহিলা হোস্টেল, ছেলেদের হোস্টেলের কাজ সমূহ গতিশীল করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে দ্রুত কাজ করার পরামর্শ দেন ।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ, প্রফেসর ড.এ.কে.এম. আব্দুর রহমান, প্রভাষক মোঃ আব্দুল্লাহ -আল- ফারুক, প্রভাষক প্রতাপ কুমার রায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সাতক্ষীরা জোন এর ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মধু ট্রেডার্স এর স্বত্বাধিকারী,  জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলার সভাপতি শফিকুল ইসলাম মধু, ঠিকাদার আবুল বাসার সহ কলেজ কতৃপক্ষ ।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)