কলারোয়ায় ১০ ইউনিয়নে নির্বাচন সম্পন্ন, চেয়ারম্যান পদে বিজয়ী নৌকা ৪, স্বতন্ত্র ৬

কামরুল হাসানঃ

কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সোমবার বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অবিরাম বৃষ্টি উপক্ষো করে প্রতিটি ইউনিয়নে বিপুল সংখ্যক ভোটার উপস্থিত হন। ৩ নং কয়লা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিক মোল্যা নানা অনিয়ম তুলে ধরে সোমবার সকালে প্রেস ব্রিফিং এর মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এদিকে, ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের একটি কেন্দ্রে (১ নং ওয়ার্ড) অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের ৪ জন ও স্বতন্ত্র প্রার্থী ৬ জন বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৪ বিজয়ী প্রার্থীরা হলেন: ৪ নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে সহকারী অধ্যাপক আবুল কালাম, ৬ নং সোনাবাড়িয়া ইউনিয়নে বেনজির হোসেন হেলাল, ১১ নং দেয়াড়া ইউনিয়নে মাহবুবুর রহমান মফে ও ১২ নং যুগিখালি ইউনিয়নে রবিউল হাসান। স্বতন্ত্র প্রার্থী ৬ বিজয়ীদের মধ্যে ৫ জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এরা হলেন: ১ নং জয়নগর ইউনিয়নে বিশাখা সাহা(অটোরিকশা), ২ নং জালালাবাদ ইউনিয়নে মাহফুজুর রহমান নিশান(আনারস), ৩ নং কয়লা ইউনিয়নে শেখ সোহেল রানা(মোটরসাইকেল), ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নে আফজাল হোসেন হাবিল(আনারস) ও ৭ নং চন্দনপুর ইউনিয়নে ডালিম হোসেন(আনারস)। এছাড়া ৯ নং হেলাতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন মোয়াজ্জেম হোসেন(মোটরসাইকেল)।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)