সাতক্ষীরার নলতা শরীফে পীর কেবলার ৫৭ তম বার্ষিক ওরছ উপলক্ষে মতবিনিময় সভায় ডা: রুহুল হক 

তরিকুল ইসলাম লাভলু:নলতা

বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শিনিক, ‘স্রষ্টার এবাদত ও  সৃষ্টের সেবা’  ু এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠাতা, মুসলিম রেঁনেসার অগ্রদূত, অসাম্প্রদায়িক চেতনার অধিকারী, সুফী-সাধক, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতার গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৭ তম বার্ষিক পবিত্র ওরছ শরীফ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফে স্বাস্থ্যবিধি মেনে  অত্যন্ত ধর্মীয় ভাব-গাম্ভীর্য পরিবেশে  ওরছ উপলক্ষে নতুনভাবে কোনো রকম দোকানপাট বসানো যাবেনা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের এমন কঠোর ও সময়োপযোগী তথা প্রশংসনীয় সিদ্ধান্তের মধ্য দিয়ে ২৬,২৭,২৮ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ এবং ৯,১০,১১ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ মঙ্গলবার,বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নলতা শরীফ সহ আশ-পাশের এলাকায় পবিত্র ওরছকে কেন্দ্র করে সর্বত্র বিরাজ করছে সাজ সাজ রব। মিশন কর্মকর্তা-কর্মচারী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের পাশাপাশি দিন-রাত পরিশ্রম করছেন অসংখ্য নারী-পুরুষ স্বেচ্ছাসেবক। প্রতি বছরের ন্যায় এবছরও নিরাপত্তা ও মাহফিলের শৃঙ্খলার দায়িত্বে থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্কাউট ও রোভার স্কাউট সদস্যবৃন্দ।

পবিত্র ৫৭ তম বার্ষিক ওরছ শরীফ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে প্রতিনিয়ত বিভিন্ন মিটিং ও সিটিংয়ের অংশ হিসেবে ৭ ফেব্রুয়ারি রবিবার বেলা সাড়ে ১১ টায়
মিশন অফিসে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হয়েছে ওরছ শরীফে দায়িত্বপ্রাপ্ত  স্কাউট ও রোভার স্কাউট লিডার তথা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মিশন কর্তৃপক্ষের মতবিনিময় সভা।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্জ মো: এনামুল হক খোকন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়- করোনা ভাইরাসের কারণে যেহেতু এবছর ওরছ শরীফকে কেন্দ্র করে নতুনভাবে কোনো দোকানপাট বসতে দেয়া হবে না। সেহেতু মাহফিল মাঠ তথা পাক রওজা শরীফ এলাকার প্রত্যেকটি প্রবেশ পথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত স্কাউট ও রোভার স্কাউট সদস্যবৃন্দ স্ব স্ব লিডারদের তত্ত্বাবধানে যাতে পূর্বের চেয়ে করোনার কারণে আরো তৎপরভাবে বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন, ভ্রাম্যমাণ টিমের ব্যবহার এবং আগত প্রত্যেকের মুখে মাস্কের ব্যবহার নিশ্চিত করা সহ নানান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কোষাধ্যক্ষ মো: আনোয়ারুল হক, কর্মকর্তা মো: শফিকুল অানোয়ার রঞ্জু, আলহাজ্জ মো: রফিকুল ইসলাম বাচ্চু ও হিসাবরক্ষক মো: এবাদুল হক।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্কাউট ও রোভার স্কাউট লিডারদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের রোভার স্কাউট লিডার মো: মনিরুজ্জামান (মহসিন) ও সিনিয়র রোভার মেট মো: আব্দুল কাদের। নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের রোভার স্কাউট লিডার মো: তানবীর হোসেন ও রোভার স্কাউট লিডার মাহমুদুন্নবী খান। নলতা মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট লিডার মাহবুর রহমান, শিক্ষক আব্দুল মোমিন, শিক্ষক মো: মিজানুর রহমান প্রমূখ।

উল্লেখ্য, ২৬, ২৭,২৮ মাঘ ও ৯,১০,১১ ফেব্রুয়ারি তিন দিন ব্যাপী ৫৭ তম বার্ষিক ওরছ শরীফের মাহফিলের ১ম ও ২য় দিন দেশের বিভিন্ন স্থান থেকে প্রখ্যাত আলেমগণ পবিত্র কোরআন ও হাদীসের আলোকে ওলি-আউলিয়াদের জীবন দর্শন সহ সমসাময়িক নানা বিষয়ে আলোচনা রাখবেন। ওরছের ২য় দিন দুপুরে মিশন অফিসের সামনে গণ কুলখানি সহ বিভিন্ন কর্মসূচী পালিত হবে বলে জানা গেছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)