করোনা আক্রান্ত সাড়ে ৯ কোটি, মৃত ২০ লাখ ৩১ হাজার

নিউজ ডেস্কঃ

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৪৯ ছাড়িয়েছে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে  ২০ লাখ ৩১ হাজার।

ওয়ার্ল্ডোমিটারস এর সর্বশেষ তথ্য বলছে, রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৪৯ লাখ ৫৯ হাজার ১৫ জন, মোট মারা গেছেন ২০ লাখ ৩১ হাজার ৮৩ জন।

গত একদিনে মৃত্যু হয়েছে ১২ হাজার ৯০২ জনের এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪০ হাজার ৮৭৫ জন। একই সময়ে সুস্থ হয়েছেন সাড়ে ৪ লাখ ২৯ হাজারের বেশি মানুষ।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪৩ লাখ ৬ হাজার ৪৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৫ হাজার ২৬১ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫৫ লাখ ৮৭ হাজার ৭১০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৩১১ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৪ লাখ ৫৬ হাজার ৭০৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৯ হাজার ৩৫০ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)