একসঙ্গে ৫ এমপি করোনায় আক্রান্ত

নিউজ ডেস্কঃ

একসঙ্গে পাঁচজন সংসদ সদস্য (এমপি) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার তাদের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

করোনা আক্রান্ত এমপিরা হলেন- সংরক্ষিত নারী আসনের নাদিরা ইয়াসমিন জলি ও তাহমিনা বেগম, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নুরুজ্জামান বিশ্বাস, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

শনিবার সংসদ সচিবালয় মেডিকেল সেন্টারের একজন চিকিৎসক ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ পালনের অংশ হিসেবে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশেষ অধিবেশনকে সামনে রেখে সব সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকের করোনা টেস্ট করানোর নির্দেশনা দেয়া হয়। জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে নমুনা সংগ্রহ করা হয়।

 

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)