শ্যামনগরে ভিএসও ‘র সাথে জনপ্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা (ভিএসও) VSO (voluntary service overseas) এর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় গ্রামীণ হোটেলের হল রুমে NCS (National Citizen Service) 4th cycle ভলান্টিয়ারদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিদের ICO( In Community Orientatio) সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে নকশিকাঁথা প্রকল্পের পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান মো. মহসীন উল- মূলক। বিশেষ অতিথি ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুর রউফ, যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা শহীদুল ইসলাম শহীদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাখের হোসেন, সুশীলনের সহকারী পরিচালক স্বার্থহীন পারভীন এ্যানী।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তাদের মধ্যে থেকে একটি বিষয়ে গুরুত্ব পায় যে, যুব সমাজে উন্নয়নের বিশেষত বেকারত্ব হতে মুক্ত হওয়া, স্বনির্ভর হওয়া, সমাজের উন্নয়নে অবদান রাখার ব্যাপারে যুব সমাজের কোন বিকল্প নেই।
সংগঠনের সাথে লেগে থাকার কথা বলেন, নকশীকাঁথা প্রকল্পের ডিরেক্টর চন্দ্রিকা ব্যানার্জী। তিনি তার সাংগঠনিক জীবনের দীর্ঘ দিনের অভিজ্ঞতা উপস্থিত সকলের মাঝে বর্ণনা করেন।
এসময় VSO এর NCS প্রকল্পের উপর বক্তব্য রাখেন দক্ষিণবঙ্গের প্রকল্প কর্মকর্তা ইব্রাহিম আলম।
NCS এর গত তিন cycle volunteership নিয়ে বিস্তারিত জানান টিম লিডার দিলরুবা নাসরিন।
এছাড়া বিভিন্ন ক্লাবের সভাপতিবৃন্দ তাদের ক্লাবগুলোর কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)