আশাশুনির ৭ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার ৪টি এসএসসি, ২টি দাখিল ও ১টি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ এবং কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।আজ সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন ৩৭০৪ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও ৩৭ জন অনুপস্থিত থাকায় ৩৬৬৮ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে।
এসএসসি’র ৪টি কেন্দ্রের মধ্যে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮৯ জন অংশ নেয়। বড়দল কলেঃ স্কুল কেন্দ্রে ৫৬৯ জনের মধ্যে ৫৬৭ জন, দরগাহপুর কলেঃ স্কুল কেন্দ্রে ৫১১ জনের মধ্যে ৫০৯ জন ও বুধহাটা কলেঃ স্কুল কেন্দ্রে ৮৩৯ জনের সবাই পরীক্ষায় অংশ গ্রহণ করে। যার মধ্যে ১৬০৪ জন ছাত্র ও ১৩০০ জন ছাত্রী। দু’টি দাখিল পরীক্ষা কেন্দ্রে ৭৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪৬ জন অংশ নিয়েছে। অনুপস্থিত ছিল ২৭ জন। দাখিল পরীক্ষা কেন্দ্র গুনাকরকাটি কামিল মাদরাসা কেন্দ্রে ২৫৮ জনের ২৪৮ জন পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে ১৫৭ জন ছাত্র ও ১০১ জন ছাত্রী। আশাশুনি আলিয়া মাদরাসা কেন্দ্রে ৫১৫ জনের মধ্যে ৪৯৮ জন অংশ নিয়েছে। ছাত্র ২৬১ ও ছাত্রী ২৩৭ জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল কেন্দ্রে ১৭ জনের সবাই অংশ নিয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সকাল ৯.৩০ মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকিয়ে নেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)