সাতক্ষীরা বই মেলায় দীপন মজুমদারের ‘টিংকুর যন্ত্র মানব’

আমার নাম দেওয়া হয়েছে যন্ত্র মানব । আমাকে যন্ত্র মানব বলে ডাকলে আমি উত্তর দিব । পর্যবেক্ষণে বুঝতে পারছি আমার অবস্থান এখন বাংলাদেশে । আগেই বলা হয়েছে আমাকে পরিচালনা করবে টিংকু । এখানে টিংকু কে ?

বইটি পড়তে পড়তে হয়তো আপনিও হয়ে উঠতে পারেন টিংকু । হারিয়ে যেতে পারেন যন্ত্র মানবের সাথে একটি অন্য দুনিয়ায় । তবে সাবধান সে জগতের বাসিন্দা হয়ে উঠবেন না, তাহলে শুনতে হবে বিপদের ঘন্টা ।

এবারের বই মেলায় আপনার সন্তানকে কে যন্ত্র মানব ও টিংকুর সাথে পরিচয় করিয়ে দিন । যা পরবর্তী সময়ে হয়ে সন্তানের জন্য হয়ে থাকবে একটি দিক নির্দেশনা ।

বই মেলায় সাতক্ষীরার পাটকেলঘাটার দীপন মজুমদারের লেখা এই ‘টিংকুর যন্ত্রমানব’ । শিশুদের জন্য লেখা হলেও সব বয়সী পাঠকের কাছে পেয়েছে সমাদর । এবারে দেশের ২১ এর বই মেলায় বইটি প্রকাশ পায় । এর পর সাতক্ষীরার বই মেলার পপুলার লাইব্রেরিতে শিশু সহ সব বয়সী পাঠকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে টিংকুর যন্ত্র মানব ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)