তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্তে ৪ সেনা নিহত
তুরস্কের ইস্তাম্বুলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৪ জন সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার জরুরি অবতরণের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে প্রাদেশিক গভর্ণর আলি ইয়ের্লিকায়া জানিয়েছেন।
সাংবাদিকদের তিনি জানান, ইস্তাম্বুলের সেক্মেকয় জেলার একটি আবাসিক এলাকায় স্থানীয় সময় সন্ধা ৬টা ৫১ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনাটির কারণ এখনো জানা যায়নি।
দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দুর্ঘটনাটির খবর নিশ্চিত করেছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, হেলিকপ্টার বিধ্বস্তে হতাহতের ঘটনায় দ্রুতই তদন্ত শুরু করা হবে। তদন্ত শেষে প্রতিবেদনটি জনসম্মুখে প্রকাশ করা হবে।
এদিকে হেলিকপ্টার বিধ্বস্তে সেনা সদস্য নিহতের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান গভীর দুঃখ প্রকাশ করেছেন।