দেবীশহর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও প্রতিষ্ঠার মৃত্যুতে শোক
দেবহাটা উপজেলার দেবীশহর মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৯ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা মনি ঠাকুরের মৃত্যুতে শোক জ্ঞাপন।
মঙ্গলবার সকাল ১১ টায় দেবীশহর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা সিংহ’র সভাপতিত্বে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মুখার্জীর (মনি ঠাকুর) মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করে তার আত্মার শান্তি কামনা করা হয়।
এরপর ২০১৯ সালের এস.এস.সি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সুভাষ চন্দ্র ঘোষ, আলহাজ্ব শেখ আওরঙ্গজেব, অহিদুজ্জামান, আলহাজ্ব নূরালী খাঁন, মিজানুর রহমান, অনিমা সরকার, রমেন চ্যাটার্জী, রবীন ব্যানার্জী, আব্দুস সামাদ, সহকারী শিক্ষক সুকুমার ঘোষ, বিলকিছ বানু, লুৎফর রহমান, সঞ্চয় হালদার, শমিত বসাক, জয়দেব সরকার, আজিবর রহমান, উত্তম সরকার, তাপস সরদার, গীতা বিশ্বাস, মহাদেব চক্রবর্তী, রাশিদা পারভীন প্রমুখ। এবার দেবীশহর মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় মোট ৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।