সাতক্ষীরায় যে ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলো
সাতক্ষীরার চারটি আসনে ৩১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মোট মনোনয়নপত্র জমা হয়েছিল ৩৮টি । এর মধ্যে আজ বাছাই এর শেষ দিনে চারটি আসনে ৭ জনের মনোনয়নপত্র বাতিল করে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার এস এম মোস্তফা কামাল। ফলে ৩১টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
বৈধ ৩১টি মনোনয়নপত্রের মধ্যে সাতক্ষীরা-১ আসনে ৯ জন, সাতক্ষীরা-২ আসনে ১০ জন , সাতক্ষীরা-৩ আসনে ৪ জন ও সাতক্ষীরা-৪ আসনে ৮ জন প্রার্থী রয়েছেন।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া ) বৈধ প্রার্থীরা হলেন :
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীয় প্রার্থী এড. মুস্তফা লুৎফুল্লাহ , আওয়ামী লীগ নেতা প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, বিএনপি মনোনীয় প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ দিদার বখত, জাসদ মনোনীত প্রার্থী ওবায়দুস সুলতান বাবলু, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীয় প্রার্থী এফ এম আসাদুল হক, বাম গণতান্ত্রিক জোটের কমরেড আজিজুর রহমান, বিএনপি নেতা শাহানারা পারভিন, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির আবদুর রশিদ ।
সাতক্ষীরা-২ ( সদর) বৈধ প্রার্থীরা হলেন :
আওয়ামী লীগ মনোনীত মীর মোস্তাক আহমেদ রবি, জাতীয় পার্টি মনোনীয় প্রার্থী শেখ আজহার হোসেন, জাতীয় পার্টি নেতা শেখ মাতলুব হোসেন লিয়ন, বিএনপি মনোনীত প্রার্থী এইচ এম রহমাতুল্লাহ, নাগরিকঐক্য নেতা এড. রবিউল ইসলাম খান, জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক, বাম গণতান্ত্রিক জোট (বাসদ) নেতা নিত্যানন্দ সরকার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীয় প্রার্থী মুফতি রবিউল ইসলাম, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির জুলফিকর রহমান, বিএনপি নেতা আব্দুল আলিম।
সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা , কালিগঞ্জের একাংশ ) বৈধ প্রার্থীরা হলেন :
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা: আ ফ ম রুহুল হক, বিএনপির মনোনীত প্রার্থী ডা: শহিদুল আলম, জামায়াত নেতা মুফতি রবিউল বাশার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ইসহাক আলী।
সাতক্ষীরা-৪ ( শ্যামনগর , কালিগঞ্জের একাংশ ) বৈধ প্রার্থীরা হলেন :
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম জগলুল হায়দার, বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন, যুক্তফ্রন্ট নেতা (বিকল্পধারা ) এইচ এম গোলাম রেজা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার মোড়ল, জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আব্দুল করিম, বিএনপির অ্যাড. আব্দুস সালাম খান, স্বতন্ত্রপ্রার্থী রবিউল ইসলাম জোয়াদ্দার।