দেবহাটায় অপ-প্রচারের প্রতিবাদে অসহায় নারীর সংবাদ সম্মেলন
দেবহাটার কুলিয়ায় মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে এক অসহায় নারী সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার সকাল ১০ টায় দেবহাটা প্রেস ক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন কুলিয়া গ্রামের মিরাজুল ইসলাম গাজী স্ত্রী হোসনেয়ারা বেগম। লিখিত বক্তব্য তিনি বলেন সম্প্রতি একটি মহল আমার পরিবারের উক্তি ব্যবহার করে পূর্ব কুলিয়া গ্রামের মৃত রাজিবুল ইসলামের পুত্র তুহিন রহমানের নামে বিভিন্ন অপ-প্রচার চালাচ্ছে। যেহেতু তুহিন রহমান আমার প্রতিবেশী। আমরা দীর্ঘদিন ধরে একই এলাকায় শান্তি পূর্ণ ভাবে বসবাস করে আসছি। তাছাড়া আমার প্রতিবেশী তুহিন রহমান একজন ঢাকা ব্যাংকের যশোর শাখার ক্যাশিয়ার পদে কর্মরত আছেন। এলাকার মানুষের কাছে তার অনেক সুনাম আছে। কিন্তু স্থানীয় কয়েক জন প্রভাবশালী ব্যক্তিরা আমাদের বিপদে ফেলতে উঠে পড়ে লেগেছে। তারা আমাদের নাম ব্যবহার করে তুহিনের পরিবারের সাথে আমাদের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। তাছাড়া তুহিন রহমানের সাথে আমাদের কখন কোন আর্থিক লেনদেন হয়নি। তাই আমাদের উক্তি দিয়ে তুহিনের নামে যে সব অপ-প্রচার চালানো হচ্ছে তার কোন ভিত্তি নেই। তিনি আমাদের এলাকার একজন সম্মানীয় ব্যক্তি। তাকে সামাজিক ভাবে হেও করার জন্য আমাদের নাম ব্যবহার করে একটি মহল ফয়দা লোটার চেষ্টায় লিপ্ত হয়েছে। তুহিন রহমানের বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই। এলাকার কয়েক জন প্রভাবশালী আমাদের নাম ব্যবহার করে বিভিন্ন ভাবে অপ-প্রচার চালাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তাই আমরা যাহাতে সুখে শান্তিতে বসবাস করতে পারি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তার স্বামী মিরাজুল ইসলাম গাজী, পুত্র হোসেন গাজী, ভগ্নীপতি মোক্তার আলী সরদার।