সাতক্ষীরা ১ আসনে জাসদের নির্বাচনী তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু
সাতক্ষীরা-১ আসনে জাসদের নির্বাচনী তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ১ অক্টোবর পাটকেলঘাটা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনে নির্বাচনী তহবিল সংগ্রহের লক্ষ্যে কার্যক্রমের শুভ সূচনা করেছে। সোমবার বিকাল ৪টায় পাটকেলঘাটাস্থ জাসদ কার্যালয়ে এক অনাড়াম্বর অনুষ্ঠানের মাধ্যমে তহবিল সংগ্রহ কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ। নির্বাচনী তহবিল সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাসদ মনোনীত ও ১৪ দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর শেলি, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, কলারোয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি শেখ জাকির হোসেন, সরুলিয়া ইউনিয়ন জাসদ সভাপতি মোক্তার আলী, সাধারণ সম্পাদক আবু মুছা, ধানদিয়া ইউনিয়ন জাসদ সহ-সভাপতি ডা: প্রশান্ত দাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নগরঘাটা ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আশরাফুল, কুমিরা ইউনিয়ন জাসদ সভাপতি শেখ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম, ইসলামকাটি ইউনিয়ন জাসদ সভাপতি শেখ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, তেতুলিয়া ইউনিয়ন জাসদ সভাপতি ডা: জালাল, সাধারণ সম্পাদক রাম প্রসাদ দাশ, মাগুরা ইউনিয়ন সভাপতি মফিজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাশ, জালালপুর ইউনিয়ন সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, খেশরা ইউনিয়ন জাসদ সভাপতি আক্তার হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, খলিলনগর ইউনিয়ন জাসদ সভাপতি রমেন মন্ডল, সাধারণ সম্পাদক কানুপদ দাশ, খলিষখালী ইউনিয়ন সহ-সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, তালা সদর সভাপতি উজ্জ্বল দাশ, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা সভাপতি অনুপম কুমার অনুপ, বাংলাদেশ ছাত্রলীগ তালা উপজেলার সভাপতি এস এম আব্দুল আলিম, সাধারণ সম্পাদক এস এম শামীম, সাইদুজ্জামান শুভ প্রমুখ। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জাসদের নির্বাচনী তহবিল সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে কাজী রিয়াজ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ১৪ দলের জন্য তথা জাসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তালা-কলারোয়া জাসদের উদ্যোগে বাস্তবধর্মী তহবিল সংগ্রহের উদ্যোগকে স্বাগত জানাই। নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য তালা কলারোয়ার ২৪টি ইউনিয়নের নেতাকর্মীকে এই কার্যক্রমে দলীয় নেতাকর্মীসহ স্থানীয়জনগণকে সম্পৃক্ত করে আগামী ৩১ অক্টোবরের মধ্যে তহবিল সংগ্রহের কাজ সম্পন্ন করতে হবে।