কলারোয়ার বয়ারডাঙ্গা গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন
কলারোয়ার সীমান্তবর্তী বয়ারডাঙ্গা গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে এ বিদ্যুতায়নের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস। সূত্র জানায়, বয়ারডাঙ্গা গ্রামের ২১০টি পরিবার নতুন এই বিদ্যুতায়নের সুবিধা পাচ্ছে। মোট ২.৪৯২ কি.মি. এই বিদ্যুতায়নে ব্যয় হয়েছে ২৪ লাখ ৯২ হাজার টাকা। গ্রাহক প্রতি নির্মাণ ব্যয় ১৫ হাজার ১২ টাকা। স্টেক সদস্য ১৬৬ জন। ওয়ারিংকৃত সদস্য ২০৪ জন। এরমধ্যে আবাসিক ২০১ জন, দাতব্য প্রতিষ্ঠান ২ ও বাণিজ্যিক ১ জন। ট্রান্সফরমার ৬টি। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্যাহ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, চন্দনপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির বিজিএম টেকনিশিয়ান গোবিন্দ আগারওয়াল, এজিএম আবু বক্কার সিদ্দিক, জুনিয়র ইঞ্জিনিয়ার রাসেল কবির, ওয়ারিং পরিদর্শক আনোয়ার হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আ’লীগ নেতা হারুন-অর-রশিদ।