হারের জন্য যাকে দায়ী করলেন মাশরাফি
এশিয়া কাপে তৃতীয়বারের মতো ফাইনালে হেরেছে বাংলাদেশ। তবে সদ্য শেষ হওয়া আসরের দুঃখ খুব সহজে ভুলতে পারবে কি বাংলাদেশ? যে দেশের ওপেনিং জুটি গড়েছে নিজেদের টুর্নামেন্টসেরা ১২০ রানরে পার্টনারশীপ। শুধু কি তাই, ২০১৬ সালের পর এমন জুটি গড়েছে বাংলাদেশ। দারুণ সূচনা এনেও কেন মেষ পর্যন্ত হেরে গেল মাশরাফিরা?
মূলত টুর্নামেন্টের ট্রফিটা যে বাংলাদেশের জন্য অধরা থেকে যাবে সেটা নিয়তি ঠিক করেই রেখেছে! সত্যিই বাংলাদেশের ভাগ্যে ছিলোনা এশিয়ার সেরা ট্রফি। দেখুন যেখানে প্রথমে ভারতের সেরা ব্যাটসম্যানদের হারিয়েওে এবং ম্যাচের শেষ ওভার, শেষ বল পর্যন্ত গিয়েও স্বপ্ন বাঙল বাংলাদেশের।
ফলে আরও একবার হতাশায় মোড়ানো রাত বাংলাদেশের ক্রিকেটের জন্য, আরও একবার একটুর জন্য না-পারার আক্ষেপ। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ পুরুষ দলের ষষ্ঠ ফাইনাল ছিল আজ। এর আগে ৫ ফাইনালে কোনোবারই জেতা হয়নি। আজও গল্পের শেষটা হ্যাপি এন্ডিং হলো না!
কখনো প্রতিপক্ষের টেল এন্ডের বীরত্ব, কখনোবা বাংলাদেশের টেল এন্ডের চাপ নিতে না পারা কখনোবা ভাগ্যদেবীর কোনোভাবেই বাংলাদেশের দিকে মুখ না ফেরানো আগের পাঁচবারই হতাশ করেছে। আজ ২২২ রান করে ম্যাচের প্রথমার্ধেই হতাশার রেণু ছড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। শেষ বলের জয়ে আরেকটি এশিয়া কাপের ট্রফি নিয়ে ভারত যখন দুবাই ছাড়ার পরিকল্পনায় ব্যস্ত, তখন বাংলাদেশের ভাবনায় ব্রুসের সেই গল্প। দানে দানে সাতে যদি কিছু হয়! কিন্তু হলো না।
তবে এইদিন হারের জন্য নিজেদের ব্যর্থতাকেই দায়ী করলেন মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, ‘স্পিনাররা আরো ভালো করতে পারত; তবে মিডল অর্ডররের ব্যর্থতার কারণে হেরেছি। ওরা আরো ভালো করতে পারত।’