সব দলের অংশগ্রণে ‘নিয়ন্ত্রিত’ নির্বাচন?

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং সব রাজনৈতিক দল এতে অংশ গ্রহন করবে বলে তিনি আশা করেন৷ বিশ্লেষকরাও মনে করেন এবারের নির্বাচনে সব দল অংশ নেবে৷

রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা, বাসস-এর খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী জেরেমি হান্ট-এর সঙ্গে সোমবার সকালে এক বৈঠকে প্রধানমন্ত্রী  বাংলাদেশে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন৷  জাতিসংঘ সদর দপ্তরের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে জেরেমি হান্ট -এর সাক্ষাত হয়৷ পরে পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের বৈঠক সম্পর্কে জানান৷

জেরেমি হান্ট প্রধানমন্ত্রীকে বলেন, ‘‘বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহনমূলক নির্বাচন প্রত্যাশা করছে যুক্তরাজ্য৷”

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরাও চাই আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং সব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেবে৷”

বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়েএখন আর সংশয় নেই রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও৷ তাঁরা এ-ও মনে করেন যে, এবার ৫ জানুয়ারির মতো পরিস্থিতিও হবে৷ কিন্তু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কোন মাত্রায় হবে তা নিয়ে নানা আশঙ্কা আছে৷

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)