কলারোয়া সরকারি কলেজে ৩য় শ্রেণীর কর্মচারীদের মানববন্ধন
সরকারি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী সরকারি করণের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার সকাল ১০টায় কলারোয়া সরকারি কলেজের ৩য় শ্রেণীর কর্মচারীরা যশোর-সাতক্ষীরা মহা সড়কের পার্শ্বে এ মানববন্ধন করেন। কলারোয়া সরকারি কলেজের ৩য় শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি তপন কুমার ভাস্কর ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন-কলারোয়া সরকারি কলেজের ৩য় শ্রেণীর কর্মচারী সমিতির সদস্য সাইফুল্লাহ, ইয়াছিন আলী, আয়ুব আলী, পরিতোষ কুমার বিশ্বাস, সনজিত কুমার দাস, হোসনেয়ারা খাতুন, ফপারজানা ইয়াসমিন, ইকরামুল হোসেন প্রমুখ। মানববন্ধনে কলারোয়া সরকারি কলেজের ৩য় শ্রেণীর কর্মচারীর সমিতির সভাপতি তপন কুমার ভাস্কর বলেন-সরকারি কলেজে নিয়োজিত বেসরকারি কর্মচারীদের নিয়োগের তারিখ হতে চাকুরী সরকারীকরণ করতে হবে, চাকুরী সরকারীকরণের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করতে হবে, প্রতিটি সরকারি কলেজের অধ্যক্ষের নিকট বেসরকারি কর্মচারীদেরকে সরকারীকরণের ক্ষমতা দিতে হবে। এই তিনটি দাবীসমূহ নিয়ে তারা মানববন্ধন করেন।