২৪ বছরেও বিধবা ভাতার কার্ড হলো না বুধহাটার মাজেদা বেগমের
আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের বিধবা মাজেদা বেগম দু’যুগ ধরে বিধবা হলেও বিধবা কার্ড নামের সোনার হরিণের স্পর্শ ভাগ্যে জোটেনি। ফলে দুঃখ-কষ্টে ভরা মন নিয়ে পথে পথে ঘুরছে কার্ডের আশা বুকে নিয়ে।
বুধহাটা গ্রামের মৃত ইসলাম শেখের স্ত্রী মাজেদা বেগমের স্বামী মারা যান অনুমান ২৪ বছর আগে। তখন তিনি দু’টি সন্তানের মা ছিলেন। মেয়েটা বিয়ে দিয়েছেন। ছেলে সাতক্ষীরায় বউ নিয়ে বসবাস করে। মাসে মাসে ৫০০ টাকা পাঠিয়ে দিয়ে তার দায়িত্ব পালন করে থাকে। স্বামীহারা মাজেদা বাধ্য হয়ে সংসার নামের ঘানি টানতে টানতে কষ্টকর জীবন যাপন করে আসছেন। সরকারি সহায়তা পেতে তিনি জন প্রতিনিধিসহ অনেকের কাছে হেটেছেন। আশ্বাস পেয়েছেন অনেকবার।কিন্তু না আশ্বাস ছাড়া তার ভাগ্যে কিছুই জোটেনি। পেয়েছে কেবল ১০ টাকা কেজিতে চাউল ক্রয়ের ছোট্ট সুযোগটি। বিধবা ভাতার কার্ড পেতে ধর্ণা দিতে দিতে তিনি অসহায় হয়ে পড়েছেন।
এখন তাকে দেখলে ওয়াদাকারীরা মুখ ঢেকে পালাবার চেষ্টা করেন। অসহায় মাজেদা আর কত বছর পর বিধবা কার্ডের সুযোগ পাবে? এমন প্রশ্ন এলাকার পরিচিত ও অপরিচিত জনদের। উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার কিংবা উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন এ আকুতি এখন ক্রন্দনরত মাজেদা বেগমের।