কালিগঞ্জে দীনমজুরের বসতবাড়ী ভাংচুর, লুটপাট ও মারপিট
কালিগঞ্জের পল্লীতে গভীর রাতে দীনমজুরের বসতঘর ভাংচুর, লুটপাট ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামে ঘটেছে। সরেজমিন সুত্রে জানাগেছে, জমি যায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে পাইকাড়া গ্রামের মৃত চিকন আলী সরদারের পুত্র মোহর আলী ও সাহমত আলী দের সাথে সহোদর ভাই রমজান আলীর দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জেরধরে সোমবার গভীর রাতে (১১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে পূর্ব পরিকল্পিত ভাবে মোহর আলী সহ আরো অনেকে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে ঘুমন্ত রমজান আলী ও তার স্ত্রী জয়নাব পারভীন কে বেঁধে মারপিট, লুটপাট ও ভাংচুর করে। বর্তমানে কালিগঞ্জ হাসপাতালে সন্ত্রাসীদের হাতুড়ী পেটায় যখম স্বামী ও স্ত্রী চিকিৎসাধীন আছে। এসময় ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী বাহিনী তাদের নির্মানাধীন পাঁকা ঘর, বসতঘর ভাংচুর সহ নগত টাকা ও মালামাল সহ তিন লক্ষাধীক টাকার ক্ষতিসাধন করেছে বলে জানিয়েছে রমজান আলী। চেয়ারম্যান আজিজুর রহমান জানান, ঘটনাটি আমার জানা আছে। তাদের ভাই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটানটি আমি শুনেছি আভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করবো।