কালিগঞ্জে সুশীলনের মাধ্যমে বিভিন্ন প্রজাতির ৮শ ৫০ টি চারা বিতরণ
সাতক্ষীরার কালিগঞ্জে বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে ও বাস্তবায়নে ৮ শ ৫০ টি বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে। সঞ্চয় ও ঋণদান কর্মসূচীর আওতায় রিজার্ভ তহবিলের মাধ্যমে দলীয় সদস্যদের মধ্যে সোমবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সুশীলন কার্যালয়ে উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু’র সভাপতিত্বে ফলজ ও বনজ চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বন বিভাগের কালিগঞ্জ উপজেলা কর্মকর্তা আওছাফুর রহমান। সুশীলনের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি উপ সহকারি কর্মকর্তা শ্যামল কুমার মন্ডল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সুশীলনের অফিস সহকারী অমল কুমার, শুভ সকালের উপজেলা সভানেত্রী রুমানা খানম, ইছামতী মহিলা সমিতির সম্পাদিকা শাহানারা পারভীন ও নুরুন্নাহার প্রমুখ।