দেবহাটায় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান
দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, কার্প চাষি অনিকেত আলম, বাগদা চাষি গোপাল মন্ডল প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অধিদপ্তরের সহকারী মৎস্য অফিসার হাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার ইব্রাহিম খলিল, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আব্দুল হামিদ, রনজিত কুমার, অফিস সহায়ক আবু বকরসহ বিভিন্ন পর্যয়ের মৎস্য চাষি, ন্যাশনাল সার্ভিসের কর্মীরা। অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ কার্প চাষি হিসেবে অনিকেত আলম বিশ্বাস, শ্রেষ্ঠ কার্প নার্সারি চাষি হিসেবে হাফিজুর রহমান, শ্রেষ্ঠ চিংড়ি চাষি হিসেবে গোপাল মন্ডল, শ্রেষ্ঠ কাঁকড়া চাষি হিসেবে তপন চন্দ্র বরকে ক্রেস্ট প্রদান করা হয়।