শ্রীউলা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বুলুর অসুস্থ পিতার পাশে ডা: রুহুল হক
নিজস্ব প্রতিবেদক :
শ্রীউলা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বুলু,আশাশুনি উপজেলা আ’লীগের নেতা সাইফুল ইসলাম বাবলুর অসুস্থ পিতা কে দেখতে গেলেন ডা: আফম রুহুল হক এমপি। বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ আলহাজ্ব আব্দুস সামাদ মোড়লকে দেখতে যান তিনি। এসময় তার সার্বিক বিষয় খোজ-খবর নেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা -০৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: রুহুল হক এমপি।
উল্লেখ্য আলহাজ্ব আব্দুস সালাম মোড়ল হঠাৎ হার্ট এ্যাটাকে আক্রান্ত হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁকে ডা: আরিফ আহম্মেদের দায়িত্বে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসময় ডা: রুহুল হক এমপি বলেন,তাকে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তিনি দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন বলে আশা করি। প্রয়োজন হলে ভাইকে আমি ঢাকায় নিয়ে চিকিৎসা করাব। সবাই ভাইয়ের প্রতি খেয়াল রাখবেন ও দোয়া করবেন।