কলারোয়ায় বেকারত্ব দূরীকরণে ন্যাশনাল সার্ভিসেস কর্মসূচির অগ্রণী ভূমিকা পালন
কলারোয়া প্রতিনিধি :
বুধবার সকাল ০৯ টায় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে ন্যাশনাল সার্ভিস (২য় পর্ব)-এর ০৩ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের ক্লাসে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বলেন- ন্যাশনাল সার্ভিসের প্রথম পর্বের তিন মাস প্রশিক্ষণ শেষে কলারোয়া উপজেলার বিভিন্ন সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে দুই বছরের জন্য অস্থায়ী কর্মসংস্থানে সংযুক্তি হয়েছে ৮৯৯ জন। বর্তমানে দারিদ্র্য মানচিত্র মোতাবেক বিভিন্ন উপজেলাকে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতাভুক্ত করা হচ্ছে। ন্যাশনাল সার্ভিস কর্মসূচিটি ২০০৯-২০১০ অর্থবছরে সূচিত হয়। ন্যাশনাল সার্ভিস কর্মসূচি শিক্ষিত বেকার যুবকদের বেকারত্ব মোচনের ক্ষেত্রে এক যুগান্তকারী সাফল্য বয়ে আনবে। বাংলাদেশে বেকার যুবসমাজের বেকারত্ব দূরীকরণে ন্যাশনাল সার্ভিসেস কর্মসূচি অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রশিক্ষণ গ্রহণ করে দুই বছর কাজ করার পর এ প্রশিক্ষণকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে কাজ করবেন। তাহলে এ কর্মসূচির সার্থকতা হবে। বর্তমান সরকার যুব সমাজের বেকারত্ব দূর করে তাদেরকে আত্মনির্ভরশীল ও কর্মমুখী করার জন্য প্রকল্পটি গ্রহণ করছেন।
কলারোয়া উপজেলার ন্যাশনাল সার্ভিসের ১ম পর্বের কলারোয়া উপজেলার বিভিন্ন সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে দুই বছরের জন্য অস্থায়ী কর্মসংস্থানে সংযুক্তি কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে সাংবাদিকদের আলাপকালে ১ম পর্বের শিক্ষার্থী বর্তমানে কলারোয়া মডেল হাইস্কুলে কর্মরত লিটন হোসেন জানান-ইউএনও মনিরা পারভীন ও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তার একান্ত নিরলস পরিশ্রম করে আমাদেরকে আজ বেকার জীবনের অভিশাপ থেকে মুক্তি দিয়েছেন। তিনি জানান ইউএনও মনিরা পারভীন তার শত ব্যস্ততার মাঝে ও আমাদের কে প্রতিনিয়ত গাইডলাইন দিয়ে আত্মকর্মের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছেন।
Please follow and like us: