সাতক্ষীরায় র্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় র্যাবের অভিযানে একটি দেশীয় পিস্তল ও একটি ওয়ান সুটারগান উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়া এলাকার আজগর কন্টাক্টারের বাড়ির পাশে প্লাস্টিকে বাজারের ব্যাগের মধ্যে রাখা অবস্থায় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানায় র্যাব।
সাতক্ষীরা র্যাব-৬ কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) নাজমুল হক জানান, বৃহস্পতিবার রাতে র্যাব সদস্যরা সাতক্ষীরা পৌরসভার মধ্য কাটিয়া এলাককায় ডিউটি করছিল।
এসময় তারা জানতে পারে, সাতক্ষীরা পৌরসভার মধ্য কাটিয়া ১নং ওয়ার্ডের আজগর কন্টাক্টার নামক গলিতে ঝোপ-ঝাড়ের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে পরিত্যক্ত অবস্থায় সন্দেহ জনক বস্তু পড়ে রয়েছে।ওই সময় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গ্যান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলি সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।