ভোট দিলেন সাকিব আল হাসান
ডেস্ক নিউজ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান।
রোববার সকাল ৮টায় মাগুরার এক ভোটকেন্দ্রে নিজের ভোট দেন সাকিব।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, সবাই যাতে নির্ভয়ে, নিরাপদে ভোট দিতে পারে এই কামনা করছি। ভোট সবার অধিকার। তাই সবাইকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট প্রদানের আহ্বান জানাই।
তিনি বলেন, আমি নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করছি, সবাই আসবে। ভোট দেবে। তবে শীতের সকাল যেহেতু তাই ভোটাররা আস্তে আস্তে কেন্দ্রে আসবেন।
Please follow and like us: