আজ ভোট, কড়া নিরাপত্তায় ভোরে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার

কামরুল হাসান:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে সাতক্ষীরা ১ আসনের নির্বাচনের সব প্রস্তুতি শেষে ভোরে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যায় ব্যালট পেপার। প্রতি কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা সংগ্রহ করেছেন এসব উপকরণ। শনিবার (৬জানুয়ারি) কলারোয়া উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে গিয়ে দেখা গেছে উৎসবমুখর পরিবেশে প্রতিটি কেন্দ্রের জিনিসপত্র প্রদানের কাজ। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার, পুলিশ আনসারসহ প্রশাসনিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরঞ্জামাদি ও কাগজপত্র বুঝে নিয়ে কেন্দ্র চলে যান।
আজ রবিবার (৭ই জানুয়ারি ) সকাল ৮ টা হতে বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কেন্দ্রগুলোর নিরাপত্তার দায়িত্বে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), আনসার ও সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। এছাড়া, জেলা  প্রশাসনের একাধিক ভিজিল্যান্স টিম মাঠে থাকবেন। কেন্দ্রে থাকবে বিভিন্ন সংস্থার পর্যবেক্ষক।
সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তালা উপজেলার ৯৩ টি কেন্দ্রে ৯৩ জন  প্রিজাইডিং অফিসার, ৫৪২ জন সহকারী প্রিজাইডিং ১০৮৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
এছাড়া, কলারোয়া উপজেলার ৭৫ টি কেন্দ্রে ৭৫ জন  প্রিজাইডিং অফিসার, ৪৩৭ জন সহকারী প্রিজাইডিং ও ৮৭৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এ দুটি উপজেলায় ১৬৮ কেন্দ্রের মধ্যে ১১২ টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে তালায় ৯৩টি কেন্দ্রের ৪৩ টি এবং কলারোয়ায় ৭৫ টির মধ্যে ৭৫ টি  কেন্দ্র ঝুঁকিপূর্ণ  হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রসঙ্গত, জেলার দুটি উপজেলা ও একটি পৌরসভা নিয়ে গঠিত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৪শত ৪০ । এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩২ হাজার এবং নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৩৪০ জন।
তালা উপজেলায় ২ লাখ ৬২ হাজার ৭৩৭ এবং কলারোয়া উপজেলায় ২ লাখ ০৯ হাজার ৬০৬ ভোট।
সাতক্ষীরা ১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন (নৌকা), জাতীয় পার্টির সৈয়দ দীদার বখত (লাঙ্গল), স্বাতন্ত্র প্রার্থী (আ,লীগ) নুরুল ইসলাম (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী মাষ্টার নুরুল (ঈগল), সরদার মুজিব(দোলনা), বাংলাদেশ কংগ্রেস, এয়ারুল ইসলাম (ডাব), বি.এন.এফ সুমি ইসলাম  (সোনালী আঁশ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি ভালভাবে সম্পন্ন হওয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট উপহার দিবে নির্বাচন কাজে নিয়োজিত সকলে। শৃঙ্খলা বজায় রাখতে সকল ধরনের প্রশাসনিক শৃঙ্খলা বাহিনীর প্রস্তুত রয়েছে। নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটকেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম ও ভোটেরদিন আজ ভোর ৪টা হতে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হওয়ার পূর্বেই নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার। আমরা আশা করছি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে। সেই সাথে প্রতিটি ভোট কেন্দ্রের সার্বিক আইন-শৃঙ্খলা সন্তোষজনক থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)