তালায় পুলিশের সহযোগিতায় হাজরাকাটী থেকে চোরাই ধান উদ্ধার
জহর হাসান সাগর:
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে হাজরাকাটী গ্রাম থেকে চুরি হওয়ার দুই দিন পর সেই চোরাই ধান উদ্ধার হয়েছে। শনিবার( ৬ জানুয়ারি) দুপুর ১টা সময় হাজরাকাটী বাজারের পাশে তুরাফ মোড়লের ভবনের পাশ থেকে এই চুরি হওয়া ধান উদ্ধার করা হয়। চোরাই ধানের মালিক মামুন শেখ জানান, গত বৃহস্পতিবার রাতে আমার বাড়ির ছাদের সিঁড়ির ভিতর থেকে ৬ বস্তা ধান চুরি হয়ে গেছে, যার ওজন ছিলো ৭ মণ।
তাৎক্ষণিক আমি বিষয়টি খলিল নগর ক্যাম্পে অবগত করি । খলিলনগর পুলিশ দুই দিন ধরে বিভিন্নভাবে তল্লাশি করে আজকে ধান উদ্ধার হয়েছে।
এবিষয়ে বাজার ডিউটির আহম্দাদ আলী মোড়ল জানান, আমরা সারারাত ধরে জেগে পাহারা দিয়ে থাকি। এখানে বাইরে থেকে কোন চোর আসার সুযোগ নাই, স্থানীয় আশেপাশের চোর এসে ভোররাতে এটা চুরি করতে পারে এমনটা ধারণা করছি।
এবিষয়ে খলিল নগর ক্যাম্প ইনচার্জ মোঃ সহিদুল ইসলাম জানান। হাজরা কাটি ধান চুরির বিষয়ে আমাদের কাছে একটি অভিযোগ আসে, আমরা সেই অভিযোগের ভিত্তিতে এলাকায় বিভিন্নভাবে তল্লাশি করে শনিবার দুপুরে ১টার সময় একটি ভবনের পাশ থেকে এলাকাবাসীর সহযোগিতায় হারিয়ে যাওয়া ৬ বস্তা ধান পরিতক্ত অবস্থায় উদ্ধার করি এবং উদ্ধারকৃত ধানগুলা মালিকের কাছে হস্তান্তর করি। তবে এখনো চোর শনাক্ত করা সম্ভব হয়নি। এই চোর বাহিরের না স্থানীয় কেউ হবে বলে এটা ধারণা করছি এবং তিনি আরো জানান, যদি বাইরের চোর হতো তাহলে ধান এখানে রেখে যেত না, এলাকার চোর হতে পারে, এই জন্য ধান এখানে রেখে গেছে। পরবর্তীতে সুযোগ পেলে নিয়ে যেত।
Please follow and like us: