পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। নিউজিল্যান্ডের জন্য ড্র করার লড়াই। সিলেটে দুর্দান্ত এক জয় পেয়েছিল স্বাগতিক বাংলাদেশ। সেই সুখস্মৃতি নিয়েই চেনা মিরপুরে হোম গ্রাউন্ডে দ্বিতীয় টেস্টে বুধবার মাঠে নেমেছে দুই দল। সেখানে আগে টস জিতে ব্যাট করতে নেমে কিউই বোলারদের উইকেট বিলিয়ে দিতে শুরু করে টাইগার বাহিনী। পঞ্চাশ রান হওয়ার আগে ৪ উইকেট হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।
শুরুর দিকে অহেতুক শটে উইকেট বিলিয়ে এলেন জাকির হাসান। মিচেল স্যান্টনারের গতি কমিয়ে কিছুটা টেনে করা ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টা করেন জাকির। বল তার ব্যাটের ওপরের কানায় লেগে উঠে যায় আকাশে। মিড অনে সহজ ক্যাচ নেন কেন উইলিয়ামসন।
২৪ বলে ৮ রান করে ফিরেছেন জাকির। তিন নম্বরে নেমেছেন নাজমুল হোসেন শান্ত। জাকির যাওয়ার পরেই মাহমুদুল হাসান জয়ের অস্বস্তিকর ইনিংসের সমাপ্তি ঘটালেন এজাজ প্যাটেল। পরপর দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে গেল বাংলাদেশ।
এজাজে স্টাম্পের ওপর ডেলিভারি অনেকটা আলসেভাবে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেন জয়। কিন্তু ড্রিফটে পরাস্ত হন তিনি। ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে বল যায় শর্ট লেগে, সেখানে কোনো ভুল করেননি টম ল্যাথাম।
২ চারে ৪০ বলে ১৪ রান করেছেন জয়। উইকেটে খুব একটা স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি তাকে। শুরুতে টিম সাউদি ও কাইল জেমিসনের বিপক্ষে ভুগেছেন তিনি। পরে স্পিনাররা আক্রমণে আসার পর আরও বাড়ে তার অস্বস্তি। শেষ পর্যন্ত থেমেছেন এজাজের ওভারে। পানি বিরতির পর প্রথম ওভারেই ড্রেসিং রুমের পথ ধরলেন মুমিনুল হক।
এজাজ প্যাটেলের অফ স্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারি পেছনের পায়ে কাট করার চেষ্টা করেন মুমিনুল। কিন্তু নিখুঁত টার্নে ভেতরে ঢুকে যাওয়া বলে কাট করার মতো জায়গা পাননি তিনি। ব্যাটের নিচের কানায় লেগে বল জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে। ৫ রান করে এজাজের দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন মুমিনুল। পাঁচ নম্বরে নেমেছেন মুশফিকুর রহিম।
দলের বিপদ আরও বাড়িয়ে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। মিচেল স্যান্টনারের বলে রিভার্স সুইপ খেলার চেষ্টায় এলবিডব্লিউ হলেন বাংলাদেশ অধিনায়ক। পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে বিপদে স্বাগতিকরা। ছয় নম্বরে নেমেছেন শাহাদাত হোসেন।
১৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৭ রান। ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন।