সাতক্ষীরার চারটি আসনে ৩৭ জনের মনোনয়ন দাখিল
রঘুনাথ খাঁ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে বৃহস্পতিবার পর্যন্ত ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করছেন।
সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাংসদ অ্যাড মুস্তফা লুৎফুল্লাহ, আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য এসএম মুজিবুর রহমান, জাসদের জেলা সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু মনোনয়নপত্র দাখিল করেছেন।
সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি, জাতীয় পাটি মনোনীত আশরাফুজ্জামান আশু, বিশিষ্ঠ ব্যবসায়ী স্বতন্ত্র প্রার্থী আফসার আলী,এনপিপির আনোয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সাতক্ষীরা-৩ নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ. ফ ম রুহুল হক, তৃণমূল বিএনপির কবি রুবেল,এনপিপির আব্দুল হামিদ মনোনয়ন দাখিল করেছেন।
সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদি আন্দোলন মনোনীত এইচএম গোলাম রেজা, জাসদ মনোনীত অধ্যক্ষ আশেক-ই-এলাহী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ হুমায়ুন কবীর বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত ৩৭ জন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। # সাতক্ষীরা প্রতিনিধি।