আজ দুপুরে মুক্তি পাবে বিশ্বকাপের থিম সং
স্পোর্টস ডেস্ক:
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৫ অক্টোবর। বৈশ্বিক টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও গত আসরের রানারর্সআপ দল নিউজিল্যান্ড। সেই লক্ষ্যে এরই মধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইংলিশরা।
এদিকে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের আয়োজক ভারত। টুর্নামেন্টকে সামনে রেখে নানা উদ্যোগ নিয়েছে দেশটি। সেই ধারাবাহিকতায় বুধবার দুপুরে মুক্তি পাবে ওয়ানডে বিশ্বকাপের থিম সং। যার শিরোনাম রাখা হয়েছে ‘দিল জশন বলে’।
আগেই জানা গিয়েছিল, ২০ সেপ্টেম্বর মুক্তি পাবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের থিম সং। এবারের বিশ্বকাপের থিম সং এর নাম ‘দিল জশন বলে’। যার বাংলা অর্থ অনেকটা হৃদয় উদযাপন করে। ওই গানে পারফরম্যান্স করেছে বলিউড তারকা রণবীর সিং। আর গানটির সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রিতম।
গানের পোস্টার টুইটারে শেয়ার করে আইসিসি জানিয়েছে, বুধবার ভারতীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় সাড়ে ১২টা) মুক্তি পাবে গানটি।
থিম সং ছাড়াও বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নানা আয়োজন আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হলেও ৪ অক্টোবর হবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটোসেশন। উদ্বোধনী অনুষ্ঠানে ১০ অধিনায়ককে নিয়েও আছে বিশেষ আয়োজন।
আইসিসি বিশ্বাস করে যে, বিশ্বকাপের থিম সংটি দলের খেলোয়াড়দের জন্য একটি অনুপ্রেরণামূলক উৎস হিসাবে কাজ করবে। ক্রিকেটের সবচেয়ে বড় উৎসবে এই গানটি ভক্তদের উদযাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।