যশোরে পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
অনলাইন ডেস্ক:
যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা ও বেনাপোলের ভবেরবেড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (১১ সেপ্টেম্বর) র্যাব-৬ যশোর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: যশোরের শার্শা উপজেলার টেংরাইল গ্রামের আলী সরদারের ছেলে আলমগীর হোসেন ওরফে বাবু সর্দার, দুর্গাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাইদুজ্জামান নয়ন, দিঘীরপাড় গ্রামের আইয়ুব কাজীর ছেলে হান্নান কাজী ও কাগজপুকুর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে তুহিন আলম বাপ্পি।
র্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আলমগীর হোসেন ওরফে বাবু সর্দার ২০১৮ সালে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গোপালগঞ্জের কাশিয়ানিতে গ্রেফতার হয়। ওই মামলায় সে জামিনে মুক্তি নিয়ে পলাতক থাকে। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে আদালত গত ১২ ফেব্রুয়ারি তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর র্যাব-৬ যশোরের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে রোববার গভীর রাতে যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এই মাদক কারবারি বিরুদ্ধে যশোর, গোপালগঞ্জ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, প্রতারণা, মাদক এবং নাশকতার ১২টি মামলা বিচারাধীন রয়েছে।
এছাড়া র্যাব-৬ যশোরের অপর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের ভবেরবেড় এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইদুজ্জামান নয়ন, হান্নান কাজী ও তুহিন আলম বাপ্পিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব-৬ যশোরের অধিনায়ক আরও জানান, সোমবার দুপুরে আটকদের শার্শা ও বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Please follow and like us: