কালিগঞ্জে যুবলীগ নেতা নুরুল মোড়লকে কুপিয়ে হত্যার চেষ্টা!

রঘুনাথ খাঁ:

ফুটবল মাঠ থেকে ডেকে নিয়ে মুক্তিযোদ্ধা সন্তান ও যুবলীগ নেতা নুরুল মোড়লকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। রবিবার রাত ১০টার দিকে সাতক্ষীরার
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের পুটিমারা বিলে এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় নুরুল মোড়লকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নুরুল মোড়ল (৪৩) কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আরশাদ আলী মোড়লের ছেলে ও বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক। রবিবার রাত ১২টার দিকে সামেক হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন নুরুল মোড়ল জানান, বিষ্ণুপুর ইউপি’র প্রয়াত
চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ রিয়াজউদ্দিনের স্মরণে বন্দকাটি জাগরনী সংঘ চার দলীয় ফুটবল টুর্ণামেন্টের আয়োজন
করে। প্রথম পর্বে রবিবার বিকেলে রতনপুর ফুটবল একাদশ ও বন্দকাটি ফুটবল একাদশ প্রথম পর্বের খেলা বন্দকাটি বাগের মাঠে অনুষ্ঠিত হয়। মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন সাংসদ
এসএম জগলুল হায়দার। খেলা শেষে পুটিমারা বিলে তিন বিঘা জমিতে সাদা মাছের ঘের করার জন্য ডেকে নিয়ে যায় বন্দকাটি গ্রামের ইউসুফ মিস্ত্রীর ছেলে অলিউর রহমান, খালেক মোড়লের
ছেলে রাইসুল মোড়ল ও মোমরেজ মোড়ল ওরফে হাতকাটা ময়নার ছেলে খোকা। তিনি একই গ্রামের আশেক মোড়লের ছেলে বাবলুর সঙ্গে পুটিমারা বিলে জান। বিলে নামার আগে তাকে রেখে বাবলু মটর সাইকেল নিয়ে বাঁশতরা বাজারে পেট্রোল আনতে যায়। আলাপ আলোচনাকালে অলিউর জানায় যে সে মুকুন্দপুরের অভি পালের তিন
বিঘা জমি আর লীজ নিয়ে ঘের করবে না। ঘেরটি সাদা মাছ চাষের জন্য তাকে দিতে চায়। কথাবার্তা শেষে রাত ১০টার দিকে ওই তিনজন পিছনে ও তিনি আগে থেকে গল্প করতে করতে মোমরেজেুল
মোড়ল ময়নার ঘেরের কাছে আসা মাত্রই পিছন দিক থেকে অলিউর তার মাথার পিছনে দা দিয়ে কোপ মেরে পালিয়ে যায়। এতে মারাত্মক রক্তক্ষরণ শুরু হয়। খবর পেয়ে বাবলু ও তার ছেলে রণিসহ
কয়েকজন তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সামেক হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোর
৬টায় সামেক হাসপাতালের অর্থোপেডিক চিকিৎসক ডাঃ হাফিজুল্লাহ তার অপারেশন করেন।
নুরুল মোড়ল অভিযোগ করে বলেন, বাঁশতলা বাজারের পাশ দিয়ে প্রবাহিত একটি খালের চরভরাটি জমি মাদক, চাঁদাবাজি ও নারী
নির্যাতন মামলার আসামী খলিল মেম্বরের নেতৃত্বে জবরদখল করে কয়েকটি প্লটে বিক্রি করা হয়েছে।খলিল মেম্বরের কাছের লোক বলে পরিচিত সাত্তার মোড়ল গোয়ালঘেষিয়া নদীর কালিকাপুর মৌজার
চরভরাটি জমি ভ‚মিহীনদের উচ্ছেদ করে একটি স্বার্থান্বেষী মহলের হাতে তুলে দেয়। এসব বিষয় নিয়ে তিনি প্রতিবাদ করে আসছিলেন দীর্ঘদিন ধরে। এ ছাড়া আগামি ইউপি নির্বাচনে তিনি বিষ্ণুপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দিতা করার
জন্য এলাকায় কাজ করছেন। এতে ক্ষুব্ধ হয় খলিল মেম্বর। এসবের জের ধরে সাত্তার মোড়ল ও খলিল মেম্বর নেপথ্যে থেকে অলিউর, রাইসুল ও
খোকাকে দিয়ে হত্যার চেষ্টা করিয়েছে।

এ দিকে স্থানীয় একাধিক দায়িত্বশীল সূত্র জানায়. ৩০ বছর আগে বিষ্ণুপুরের প্রভাষ বিশ্বাসের কাছ থেকে তিন শতক জমি কেনেন ইউপি সদস্য পিযুস গাইন। সম্প্রতি শংকর সরদার ও বৈদ্যনাথ সরদারের কাছ থেকে পিযুস গাইনের পিছনে কিছু জমি কেনেন চাঁচাই গ্রামের মুকুল হোসেন। কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে পিযুস গাইন এক মাস আগে মুকুলের এক শতকের বেশি জমি বেড়া দিয়ে জবরদখল করেন। একইভাবে ইউপি
সদস্য ফারজানা, সুব্রত সরদারের কাছ থেকে জমি কিনলেও সম্প্রতি সম্বিত সরদারের জমি দখল করে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ইউপি সদস্য পিযুস গাইনের উপস্থিতিতে সেখানে পাকা দোকান ঘর বানানোর চেষ্টা করেন। পরবর্তীতে মাপ
জরিপে বিষয়টি পরিষ্কার হয়ে যাওয়ায় ফারাজানাকে ওই ছমি ছেড়ে দিয়ে সম্বিত সরদারের ছেলে মধু সরদারকে পিছনের দিক থেকে জমি নিতে আহবান করেন পিযুস গাইন। এতে কোন
আপত্তি করেননি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এতে রাজী হননি জমির মালিক মধু সরদার। পিযুস মেম্বরের জমি জবরদখল ও ও ফারজানা
মেম্বরের জমি জবরদখলের চেষ্টার তীব্র প্রতিবাদ করেন যুবলীগ নেতা নুরুল মোড়ল। নিজেদের অধিপত্য বিস্তারে বাধাগ্রস্ত করা নুরুল
মোড়লকে সহ্য করতে পারছিলেন না খলিল, পিযুস, ফারজানা ও সাত্তার মোড়ল। এসব ঘটনাকে ঘিরে রবিবার রাতে নুরুলকে ভাড়াটিয়া ঠিক করে হত্যার চেষ্টা করা হতে পারে বলে তারা মনে করেন।

অেের্থাপেডিকস সার্জন ডাঃ হাফিজুল্লাহ জানান, ধারালো জিনিস দিয়ে কোপ দেওয়ার ফলে নুরুলের মাথার পিছনের দিকে স্কাল(মাথার খুলি) কেটে যায়। এতে তার প্রচন্ড রক্তক্ষরণ হয়।
অপারেশনের পর রক্তক্ষরণ বন্ধ হয়।

বিষ্ণুপুর ইউপি সদস্য খলিলুর রহমান জানান, নুরুল মোড়ল এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। নিজের গ্রুপের অন্তঃদ্বন্দে তিনি জখম হয়েছেন। অথচ তাকেসহ সাত্তার মোড়ল, পিযুস
গাইন ও ফারজানা মেম্বরকে জড়িয়ে নানান মিথ্যাচার করছে।

ইউপি সদস্য পিযুস গাইন বলেন, তিনি তিন শতক জমি কিনলেও মুকুলের কেনা এক শতক জমি মালিকপক্ষের মাপ জরিপের পর তিনি
বেড়া দিয়েছেন। আবার নতুন আমিন তার পূর্ব সীমানা ঠিক বলে জানিয়েছে রবিবার বিকেলে। কোন জমির চেয়ে এক শতক বেশি জমি তিনি বেড়া দিলেও ইউনিয়ন পরিষদের সহায়তার জমি
মেপে তিনি বেড়া তোলার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এ নিয়ে নুরুলের সঙ্গে তার কোন বচসা বা বিরোধ হয়নি।

তবে সম্বিত সরদারের জমি জবরদখলের ব্যাপারে ইউপি সদস্য ফারজানার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এবাত হোসেন জানান, নুরুল মোড়লের পক্ষে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহণ করা হবে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)