আত্মার উপলব্ধি
আত্মার উপলব্ধি
গোলাপ মাহমুদ সৌরভ
তুমি আমার বিশ্বাসের মর্যাদা রেখো
আমি তোমার ভালোবাসার মূল্য দেবো,
তোমার মনকে আমার পানে সঁপে দিও
আমি সারা জনম বুকে আগলে রাখবো।
যদি তুমি আমার রাতে ঘুমের স্বপ্ন হও
আমি তোমার ঘুমহীন চোখের সঙ্গী হবো,
তুমি যদি অমাবস্যা রাতের জ্যোসনা হও
আমি চাঁদ হয়ে তোমার মনে জ্বলবো।
তোমার চোখের দৃষ্টি যদি আমি হই
আমার মনের সকল অস্তিত্ব জুড়ে তুমি,
মনে রেখো,ভালোবাসার শব্দ একটাই
আত্মার উপলব্ধি দিয়ে যাকে দিয়েছ ঠাঁই।
Please follow and like us: