আগুনে নিঃস্ব, ফায়ার সার্ভিসের গাড়ির ওপরেই নামাজ
অনলাইন ডেস্ক:
রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় সব হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন এক ব্যবসায়ী। আল্লাহর কাছে সাহায্য কামনায় আগুনের দিকে ফিরে ফায়ার সার্ভিসের গাড়ির ওপরেই নামাজে দাঁড়িয়ে যান তিনি।
আগুন লাগার খবর পেয়ে দোকানে ছুটে আসেন ওই ব্যক্তি। শতচেষ্টা করেও নিজের দোকান রক্ষা করতে পারেননি। নিজের চোখের সামনে পুড়ে শেষ হয়ে যায় সবকিছু। এ ঘটনায় মুহ্যমান হয়ে পড়েন নিউ মার্কেটের এ ব্যবসায়ী।
প্রথমদিকে নিজেও ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দেন। কিন্তু তাতেও রক্ষা করতে পারেননি নিজের শেষ সম্বল। পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। এরপরই আল্লাহকে ডাকতে ডাকতে ফায়ার সার্ভিসের গাড়ির ওপরে ওঠে ওই অবস্থায়ই নামাজে দাঁড়িয়ে যান ওই ব্যক্তি।
সময় সংবাদের সংবাদকর্মী তার সঙ্গে কথা বলতে গেলে মুখ দিয়ে একটি শব্দও বলতে পারেনি এ ব্যবসায়ী। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ‘আল্লাহ গো’ বলে শুধু চিৎকার করেছিলেন তিনি।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের চেষ্টায় প্রায় ৪ ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভাতে ফায়ার ফাইটাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে সহায়তা দিচ্ছে র্যাব। অগ্নিকাণ্ডের এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ ২২ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।